ব্রেক্সিট ইস্যুতে ছায়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন টিউলিপ

ব্রেক্সিট ইস্যুতে ছায়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন টিউলিপ

শেয়ার করুন

tulip20160109111917বিশ্বসংবাদ ডেস্ক :

বেক্সিট ইস্যুতে ব্রিটেনের ছায়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। বৃহস্পতিবার লেবার পার্র্টির নেতা জেরেমি করবিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে, সরকারের আনা একটি বিলে সমর্থনের বিষয়ে দলীয় সিদ্ধান্তের আপত্তি জানিয়ে পদত্যাগ করেন তিনি।

২০১৫ সালে এমপি নির্বাচিত হওয়া টিউলিপ শিক্ষা বিষয়ক ছায়া মন্ত্রণালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার দায়িত্বে ছিলেন। লেবার নেতা জেরেমি করবিনের উদ্দেশে লেখা পদত্যাগপত্রে টিউলিপ বলেন, বেক্সিটের পক্ষে অবস্থান নেয়া হলে, সেটি তার নির্বাচনি এলাকার জনগনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।

বেক্সিট প্রক্রিয়া শুরুর অনুমোদন চেয়ে বৃহস্পতিবার পার্লামেন্টে বিল উত্থাপন করে সরকার। বিরোধী লেবার দলের প্রধান করবিন এতে সমর্থনের ঘোষণা দিলে, পদত্যাগের সিদ্ধান্ত নেন টিউলিপ সিদ্দিক। টিউলিপই প্রথম কোনো সদস্য, যিনি বেক্সিটের বিরোধিতা করে ছায়া-মন্ত্রীসভা থেকে সরে দাঁড়ালেন।