বুশের দিকে জুতো ছোঁড়া সেই সাংবাদিক নির্বাচনে দাঁড়াচ্ছেন

বুশের দিকে জুতো ছোঁড়া সেই সাংবাদিক নির্বাচনে দাঁড়াচ্ছেন

শেয়ার করুন

iraq-shoe-01-ap-jrl-180502_hpMain_4x3_992বিশ্বসংবাদ ডেস্ক :

দশ বছর আগে বাগদাদে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের দিকে জুতো ছুঁড়েছিলেন যে সাংবাদিক তিনি এবার পার্লামেন্ট নির্বাচনে দাঁড়াচ্ছেন।

মার্কিন সেনা অভিযানে সাদ্দাম হোসেনের পতনের পাঁচ বছর পর ২০০৮ সালে ইরাকে বাগদাদ সফরে আসেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ। তৎকালীন ইরাকি প্রধানমন্ত্রী নূরী আল মালিকিকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলন করছিলেন বুশ। সেই অনুষ্ঠানে আল বাগদাদিয়া টিভির সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন জায়দী।

তিনি হঠাৎ উঠে দাঁড়িয়ে জর্জ বুশকে কুকুর বলে সম্বোধন করে তাকে লক্ষ্য করে তার দু’পাটি জুতো ছুঁড়ে মারেন। সেই সাংবাদিক মুনতাদের আল জায়দি আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ইরাকের পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন।