ভারতে ধূলিঝড়ে ৯৫ জন নিহত

ভারতে ধূলিঝড়ে ৯৫ জন নিহত

শেয়ার করুন

_101148465_htবিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের রাজস্থানের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় ধূলিঝড়ে অন্তত ৯৫ জন নিহত ও অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

রাজস্থানের পুর্বাঞ্চলের আলওয়ার, ধলপুর ও ভরতপুর জেলায় ওই ঝড়ে অনেক গাছপালা, ঘরবাড়ি ও বিদ্যুতের খুটি উপড়ে পরে। বজ্রসহ ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

কর্তৃপক্ষ জানায়, নিহতদের বেশিরভাগ ঘুমন্ত অবস্থায় ছিলো। বাড়ীর ছাদ ধ্বসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। ধলপুর জেলায় অন্তত ৪০টি মাটির বাড়ি বজ্রপাতে ক্ষতিগ্রস্থ হয়।

দিল্লি থেকে ১৬৪ কিলোমিটার দূরে আলওয়ার জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে। ইতোমধ্যে দুর্গত এলাকায় সাহায্যের নির্দেশ দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। ক্ষতিগ্রস্থদের সাহায্যের জন্য যথাসম্ভব ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং গৃহহীনদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।