বিহারে পাটনায় গঙ্গায় নৌকাডুবে ২৪ জনের মৃত্যু

বিহারে পাটনায় গঙ্গায় নৌকাডুবে ২৪ জনের মৃত্যু

শেয়ার করুন

154বিশ্বসংবাদ ডেস্ক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ‌্য বিহারে গঙ্গা নদীতে নৌকা ডুবে মারা গেছে কমপক্ষে ২৪ জন।

শনিবার সন্ধ্যায় ঘুড়ি ওড়ানো দেখতে ৪০ জনেরও বেশি যাত্রীকে নিয়ে পাটনার ‘এনআইটি’ ঘাট থেকে ছেড়ে যায় একটি নৌকা। কিছুক্ষণের মধ্যেই নৌকাটি উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকারীদের চেষ্টায় অন্তত ৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া আরো ২৪টি মৃতদেহ উদ্ধার করেছে তারা। বাকি নিখোঁজ যাত্রীদের উদ্ধারে জোরদার অভিযান চলছে।

এ ঘটনায় উদ্ধার হওয়া আহত যাত্রীদের পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা বলছেন, পাটনায় এমনিতেই শৈত্যপ্রবাহ চলছে। তার মধ্যেই গঙ্গার হিমশীতল পানিতে পড়েন নৌকার যাত্রীরা। এতে করে অতিরিক্ত ঠান্ডা কারণেই বেশিরবাগ যাত্রীর মৃত্যু হয়। মৃতদের পরিবার প্রতি ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এদিকে এক ট্যুইট বার্তায়, শোকসন্তপ্ত পরিবারের প্রতিবারের প্রতি, সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। একইসঙ্গে রাজ্য সরকারের পাশে থাকারও ঘোষণা দিয়েছেন তিনি।