বিশ্বের ৬০ দেশে ট্রাম্পবিরোধী নজিরবিহীন বিক্ষোভ

বিশ্বের ৬০ দেশে ট্রাম্পবিরোধী নজিরবিহীন বিক্ষোভ

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ট্রাম্প-বিরোধী সমাবেশের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে নজিরবিহীন বিক্ষোভ করেছেন বিভিন্ন দেশের মানুষ। বিশ্বের ৬০ টি দেশের বড় বড় শহরগুলোতে নারী অধিকারের দাবিতে সরব হয়েছে লাখো নারী।

ট্রাম্পের শপথের পরদিন লন্ডনের বিক্ষোভে অংশ নিয়েছে অন্তত এক লাখ নারী। এছাড়া  সিডনি, টোকিও, বার্লিন, ডাবলিন ও দিল্লিতে ট্রাম্প-বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে হাজারো নারী। একইভাবে ম্যানচেস্টার, এডিনবরা, বেলফাস্ট, লিভারপুল ও কার্ডিফেও বিক্ষোভ হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের প্রতি ক্ষোভ জানাতে প্যারিস, বার্সেলোনাসহ ইউরোপজুড়েই বিক্ষোভে শামিল হয়েছে বিভিন্ন বয়সী নারী। বিশ্বের ছয় মহাদেশেই এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভের কারণ হিসেবে আয়োজকরা, ট্রাম্পের বিরুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক যৌন নিপীড়নের অভিযোগ তথা নারীর প্রতি তার সহিংস দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেছেন।