বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি পুতিন

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি পুতিন

শেয়ার করুন

worlds-most-powerful-people-2016বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন সাময়িকী ফোর্বস ২০১৬ তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই নিয়ে পরপর ৪ বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফর্বসের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের তালিকায় শীর্ষ স্থান পেলেন।

ফোর্বস এর মতে, পুতিন তার নিজ দেশ, সিরিয়া এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সবক্ষেত্রেই তার অবস্থান দৃঢ ছিলো। বুধবার বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ৭৪ জনের একটি তালিকা প্রকাশ করে ফোর্বস। এই ৭৪ জনের মধ্যে রয়েছেন মাত্র ৬ জন নারী।

putinতালিকায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হিসাবে দ্বিতীয় রয়েছেন মার্কিন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তৃতীয় স্থানে রয়েছেন জার্মান চান্সেলার অ্যাঙ্গেলা মেরকেল।

HANOVER, GERMANY - APRIL 08:  Russian President Vladimir Putin and German Chancellor Angela Merkel (not pictured) speak to the media after touring the Hannover Messe 2013 industrial trade fair on April 8, 2013 in Hanover, Germany. Merkel and Putin toured the fair, which is the world's largest industry trade fair and has partnered this year with Russia.  (Photo by Sean Gallup/Getty Images)
HANOVER, GERMANY – APRIL 08: Russian President Vladimir Putin and German Chancellor Angela Merkel (not pictured) speak to the media after touring the Hannover Messe 2013 industrial trade fair on April 8, 2013 in Hanover, Germany. Merkel and Putin toured the fair, which is the world’s largest industry trade fair and has partnered this year with Russia. (Photo by Sean Gallup/Getty Images)

অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে পোপ ফ্রান্সিস আছেন পাঁচ নম্বরে, মাইক্রো সফটের প্রতিষ্ঠাতা বিল গেটস আছেন ৭ নম্বরে, যুক্তরাজ্যের  প্রধামন্ত্রী থেরেসা মে ১৩ নম্বরে,  সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আছেন তালিকার ১৬ নম্বরে। এছাড়া উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উন আছে ৪৩ নম্বরে। আর ২০১১ সালের পর আবারও তালিকায় উঠে এসেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। তার অবস্থান ৫৬ নম্বরে।

বিশ্বের জনসংখ্যা প্রায় ৭শ ৪০ কোটি। কিন্তু এই ৭৪ জন ব্যক্তি ক্ষমতার বিচারে বিশ্বে সবচেয়ে শক্তিশালী। তাঁদের কথা,কাজ এবং ধন সম্পদ দিয়ে তারা গোটা বিশ্বে ক্ষমতাধর জায়গা করে নিয়েছেন।