‘সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে সরকারী কর্মকর্তাদের আরও উদ্যোগী হতে হবে’

‘সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে সরকারী কর্মকর্তাদের আরও উদ্যোগী হতে হবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা তৈরিতে সরকারী কর্মকর্তাদের আরও বেশি উদ্যোগী হতে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির ৯৮তম এবং ৯৯তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষাণার্থীদের মধ্যে সনদ বিতরন অনুষ্ঠানে এ আহবান জানান তিনি। বলেন, বাংলাদেশ এখন যেকোন উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত।

অনুষ্ঠানে বিসিএস প্রশাসন ক্যাডারের ৭৮জন প্রশিক্ষাণার্থী কর্মকর্তা প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহন করে। প্রধানমন্ত্রী এসময় গতানুগতিক ধ্যান ধারনা বাদ দিয়ে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে প্রস্তুত করতে সরকারী কর্মকর্তাদের পরামর্শ দেন। মানুষের কল্যানে কাজ করতে নির্দেশ দেয়ার পাশাপাশি এসময় সরকারের উন্নয়ন লক্ষ্য অর্জনে সরকারী কর্মকর্তাদের সহায়তাও চান প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন বাংলাদেশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। তিনি প্রশাসনের কর্মকর্তাদের আত্মবিশ্বাস আর উদ্ভাবনী ধারনা নিয়ে কাজ করার নির্দেশ দেন।