ফ্লোরিডা ও মেক্সিকো উপকূলের দিকে ধেয়ে আসছে আলবার্তো

ফ্লোরিডা ও মেক্সিকো উপকূলের দিকে ধেয়ে আসছে আলবার্তো

শেয়ার করুন

_101776544_mediaitem101776543বিশ্বসংবাদ ডেস্ক :

ফ্লোরিডা ও মেক্সিকো উপকূলের দিকে ধেয়ে আসছে উপকূলীয় ঝড় আলবার্তো। রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় সময় রোববার রাত দশটা থেকে দমকা হাওয়া ও ঝোড়ো বৃষ্টিপাত হচ্ছে। সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় যেতে নির্দেশ দেয়া হয়েছে।

ফ্লোরিডার আবহাওয়া বিভাগ জানিয়েছে, আলবার্তো আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। মার্কিন হারিকেন সেন্টার জানায়, ঘন্টায় ১০৫ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে। সোমবার সকাল নাগাদ আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তারা। হতে পারে ভূমিধ্বস ও বন্যা।

ইতোমধ্যে সাড়ে পাঁচ হাজার নিরাপত্তা কর্মীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন ফ্লোরিডার গভর্নর রিক স্কট। এদিকে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে মৌসুমী ঝড়ে বন্যা দেখা দিয়েছে। বেশ কিছু এলাকা বন্যার পানিতে ডুবে গেছে।