ফ্রান্সে ছুরিকাঘাতে দুই নারী নিহত, পুলিশেল গুলিতে হামলাকারীও নিহত

ফ্রান্সে ছুরিকাঘাতে দুই নারী নিহত, পুলিশেল গুলিতে হামলাকারীও নিহত

শেয়ার করুন

_98096040_bcad22d7-dfe2-4a4f-aa49-a60b7096c798বিশ্বসংবাদ ডেস্ক :

ফ্রান্সের মার্সেই সেন্ট চার্লসে রেলস্টেশনে এক ব্যক্তির ছুরিকাঘাতে দুই নারী নিহত হয়েছেন। পরে পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করে বলে জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসি প্রতিবেদনে জানা যায়, পুলিশ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলেই ধারণা করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এক ব্যক্তি তার আস্তিন থেকে একটি ছুরি বের করে এবং অল্প বয়সী এক মেয়েকে ছুরিকাঘাত করে। তারপর সে আরও এক নারীকে ছুরিকাঘাত শুরু করে। এতে দুজনেরই মৃত্যু হয়। হামলার সময় হামলাকারী আল্লাহু আকবর বলে চিৎকার করেছিল বলেও জানায় এক পুলিশ সদস্য। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

ঘটনার পর পরই ঘটনাস্থল ঘিরে ফেলে ফ্রান্স পুলিশ। ওই স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ জনগণকে ওই এলাকা এড়িয় চলার পরামর্শ দিয়েছে। ২০১৫ সালের নভেম্বরে রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকেই ফ্রান্সজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। তারপর থেকে দেশটিতে একের পর এক সন্ত্রাসী হামলা চলছে।