কায়রোর মিয়ানমার দূতাবাসে বোমা বিস্ফোরণ

কায়রোর মিয়ানমার দূতাবাসে বোমা বিস্ফোরণ

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

মিশরের কায়রোতে অবস্থিত মিয়ানমার দূতাবাসে বোমা বিস্ফোরণ করেছে দেশটির জঙ্গিগোষ্ঠী হাজম। শনিবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটলেও গণমাধ্যমে আসে আজ।

স্থানীয় অধিবাসী ও গণমাধ্যম প্রাথমিকভাবে এ বিস্ফোরণকে গ্যাস পাইপলাইন দুর্ঘটনা বলে প্রচার করেছে। তবে দেশটির দুই নিরাপত্তা কর্মকর্তা জানান, ঘটনাস্থলে বিস্ফোরকের আলামত পাওয়া গেছে। দায় স্বীকার করে এক বিবৃতিতে হাজম জঙ্গিরা জানায়, ওই বোমা বিস্ফোরণ মুসলিম অধুষ্যিত রাখাইন রাজ্যে নারী, শিশুদের হত্যাকারীদের দূতাবাসের জন্য একটি সতর্ক সংকেত।

হতাহত করার কোনো উদ্দেশ্য ছিল না বলে বিবৃতিতে জানায় জঙ্গি গোষ্ঠীটি। তবে এখনো মিয়ানমার দূতাবাস থেকে কোনো মন্তব্য করা হয়নি। কায়রোয় গত বছর থেকে বিচারক ও পুলিশদের ওপর একাধিক হামলার জন্য দায়ী জঙ্গি গোষ্ঠী হাজম এই প্রথম কোনও বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করলো।