ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কেও অভিবাসী আর মুসলিম ইস্যু

ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কেও অভিবাসী আর মুসলিম ইস্যু

শেয়ার করুন

_95247083_mediaitem95246167বিশ্বসংবাদ ডেস্ক :

অভিবাসী আর মুসলিম ইস্যু জায়গা করে নিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কেও। সোমবার টেলিভিশন বিতর্কে অংশ নেন কট্টর ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট পার্টির ম্যারি লি পেন, মধ্যপন্থী সোশ্যাল লিবারেল পার্টির ইমানুয়েল ম্যাক্রন, সোশ্যালিস্ট পার্টির বেনোইট হ্যামন এবং রিপাবলিকান পার্টির ফ্রাঁসোয়া ফিঁও।

বিতর্কের শুরুতেই লি পেনকে আক্রমণ করে ম্যাক্রন বলেন, বোরখা বা হিজাব ইস্যুতে ফ্রান্সের ৪০ লাখ মুসলিমকে উস্কানি দিয়ে, উগ্রবাদের পথে ঠেলে দেওয়া উচিত নয়। জাতীয়তাবাদের কথা বলে লি পেন বারবার সেই চেষ্টাই করছেন বলেও অভিযোগ করেন তিনি।

উত্তরে সাম্প্রতিক কালের কয়েকটি নৃশংস হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে লি পেন বলেন, সবার আগে ফ্রান্সের নিরাপত্তা। ক্ষমতায় গেলে প্রথমেই মুসলিম অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হবেন বলেও জানান তিনি।

অন্য দুই প্রার্থী হ্যামন ও ফিঁও কয়েকটি ইস্যুতে একমত প্রকাশ করেন। তবে বাণিজ্যনীতি এবং ইউরো জোট নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা। আগামী ২৯ এপ্রিল ও ৭ মে, দুই দফায় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।