ফিলিস্তিনি শরণার্থীদের জন্য সব ধরণের অর্থ সাহায্য বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য সব ধরণের অর্থ সাহায্য বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

_103252629_048917236-1বিশ্বসংবাদ ডেস্ক :

জাতিসংঘের পরিচালনায় ফিলিস্তিনের শরণার্থীদের জন্য সব ধরণের অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনআরডব্লিউএ (UNRWA)কে ত্রুটিপূর্ণ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বড় ধরনের অসামঞ্জস্যপূর্ণ এই বোঝা আর বহন করতে চায় না যুক্তরাষ্ট্র।

ফিলিস্তিনিদের জন্য গঠিত জাতিসংঘের এই সংস্থার ৩০ ভাগ ব্যয় বহন করতো যুক্তরাষ্ট্র। গত বছর যুক্তরাষ্ট্র ২৬৪ মিলিয়ন ডলার তহবিল দিয়েছিল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এই বছর জানুয়ারিতে যে ৬০ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে, এরপর আর কোনও তহবিল দেওয়া হবে না।

ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও জর্ডানে কয়েক লাখ মানুষকে সহযোগিতা ও শিক্ষা প্রদান করে থাকে ইউএনআরডব্লিউএ। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে দুঃখজনক ও হতাশাজনক বলে আখ্যায়িত করেছে ইউএনআরডব্লিউএ।

এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র বলেছেন, এই তহবিল বাতিলের বিষয়টি, তাদের দেশের জন্য শাস্তিস্বরুপ। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়ার পর থেকে, ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটতে থাকে।