থেরেসা মেকে হত্যার ষড়যন্ত্রে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণের যাবজ্জীবন

থেরেসা মেকে হত্যার ষড়যন্ত্রে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণের যাবজ্জীবন

শেয়ার করুন

_102601200_rahman-1
এটিএন টাইমস ডেস্ক :

ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে-কে হত্যার ষড়যন্ত্রে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ নাইমুর জাকারিয়া রহমানকে।

প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিট অফিসে বিস্ফোরণ ঘটিয়ে ভেতরে ঢুকে থেরেসা মেকে কুপিয়ে ও গুলি করে হত্যার পরিকল্পনা করার জন্য গত জুলাই মাসে লন্ডনের ওল্ড বেইলি আদালত নাইমুরকে দোষী সাব্যস্ত করা হয়। এরপর শুক্রবার আদালত তার শাস্তি নির্ধারণ করেন।

নাইমুর উত্তর লন্ডনে পরিবারের সঙ্গে বসবাস করতেন। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের অশোভন ছবি পাঠানোর সন্দেহে, গত বছর অগাস্টে নাইমুরকে একবার আটক করেছিল পুলিশ। তখন তার মোবাইলে ধর্মীয় উগ্রবাদীদের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। এরপর লন্ডন মেট্রোপলিটন পুলিশ ও গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের সন্ত্রাস দমন বিভাগের কর্মকর্তারা, নাইমুরের পিছু নেন।

ব্রিটেনে হামলা চালানোর জন্য নাইমুর আইএস’র সঙ্গে অনলাইনে যোগাযোগ করছিলেন। এছাড়া হামলা পরিকল্পনার অংশ হিসেবে নাইমুর হোয়াইট হলের আশপাশ ঘুরে দেখেছিলেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।