ফিলিপাইনে পুলিশের গুলিতে মেয়র নিহত

ফিলিপাইনে পুলিশের গুলিতে মেয়র নিহত

শেয়ার করুন

fa83b582-0c6c-40e7-88b0-eba2c9ffa2d7_cx0_cy11_cw0_w987_r1_s_r1এটিএন টাইমস ডেস্ক:

ফিলিপাইনে পুলিশের গুলিতে দক্ষিণাঞ্চলীয় সাউদি আমপাতুয়ান শহরের মেয়র শামসুদ্দিন দিমাউকোম নিহত হয়েছেন। একই সময় মেয়রের নয় দেহরক্ষীও নিহত হয়েছেন।

শুক্রবার রাজধানী ম্যানিলা থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণে মাকিলালা এলাকায়, এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দেশটির প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের জোরদার ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

মেয়র শামসুদ্দিন দিমাউকোমের বিরুদ্ধে অনেক দিন ধরেই অবৈধভাবে মাদকদ্রব্য পাচারের অভিযোগ ছিল। পুলিশ কর্মকর্তা রোমিও গালগো জানান, অবৈধ মাদক বহনের খবর পেয়ে মাকিলালা এলাকার তল্লাশিচৌকিতে মাদক নিয়ন্ত্রণ পুলিশ মেয়রের গাড়িটি আটক করে।

এ সময় মেয়র ও তাঁর নিরাপত্তারক্ষীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে, ওই মেয়রসহ ১০ জন নিহত হন। মাদক বিরোধী যুদ্ধে ফিলিপাইনে এ পর্যন্ত ৩ হাজার ৮শ’ লোক নিহত হয়েছে।

তবে এসব অভিযানের সমালোচনা করে আসছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।