ফিলিপাইনে কারাগারে হামলা, দেড়শ বন্দির পলায়ন

ফিলিপাইনে কারাগারে হামলা, দেড়শ বন্দির পলায়ন

শেয়ার করুন

এটিএন টইমস ডেস্ক:

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের একটি কারাগারে হামলা হওয়ায় দেড়শ জনের বেশি বন্দি পালিয়ে গেছে। এ ঘটনায় এক কারারক্ষী নিহত হয়েছেন। নিরাপত্তাবাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

বুধবার সকালের দিকে মিন্দানাও দ্বীপের কিদাপাওয়ান শহরের কাছে নর্থ কোটাবাটো জেলার কারাগারে একদল বন্দুকধারী হামলা চালায়। কারা কর্তৃপক্ষ জানায়, কারারক্ষীদের সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষে চলার সময় দেড়শর বেশি কারাবন্দী পালিয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, আটক কয়েকজন বিদ্রোহী নেতাকে মুক্ত করতেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে।

ওই কারাগারে প্রায় দেড় হাজার বন্দি রয়েছেন। এদিকে, ফিলিপাইনের সেনাবাহিনী ও পুলিশ কর্তৃপক্ষ পালিয়ে যাওয়া বন্দিদের আটক করতে অভিযান শুরু করেছে। এতে এখন পর্যন্ত অন্তত ছয় কারাবন্দীকে আটক করা হয়েছে। এই হামলার সঙ্গে সশস্ত্র সংগঠন মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট জড়িত বলে সন্দেহ করছে সরকার।