প্রচণ্ড শীত আর তুষারপাতে আফগানিস্তান-পাকিস্তানে শতাধিক ব্যক্তির প্রাণহানি

প্রচণ্ড শীত আর তুষারপাতে আফগানিস্তান-পাকিস্তানে শতাধিক ব্যক্তির প্রাণহানি

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

প্রচণ্ড শীত, তুষারপাত ও তুষারধসে আফগানিস্তান ও পাকিস্তানে গত কয়েক দিনে শতাধিক ব্যক্তির প্রাণহানি হয়েছে। আহত ও অসুস্থ হয়ে পড়েছে আরও বহু মানুষ।

আফগানিস্তানের রাজধানী কাবুলের অধিকাংশ এলাকা তুষারের পুরু চাদরে ঢাকা পড়েছে। সরকারি অফিস-আদালত বন্ধ করে দেওয়া হয়েছে। দোকানপাটও বন্ধ থাকায় জীবনযাত্রা থমকে গেছে।

আফগানিস্তানের কর্মকর্তারা গতকাল রোববার জানান, তুধারধসে প্রাণহানির সংখ্যা ১০০ ছাড়িয়েছে গেছে। দুটি গ্রাম পুরো চাপা পড়েছে তুষারের নিচে। এর মধ্যে শুধু এক গ্রামেরই মারা গেছেন অন্তত ৫৩ জন। শনিবার রাতে উত্তর পাকিস্তানের চিত্রাল জেলায় তুষারধসে একটি গ্রাম প্রায় পুরো বিধ্বস্ত হয়ে গেছে। স্থানীয় ব্যক্তিরা জানান, রাত তিনটার দিকে শেরশাল নামের ওই গ্রামে তুষারধসের ঘটনা ঘটে। এতে বহু বাড়ি বিধ্বস্ত হয়। মারা গেছে কমপক্ষে ১৪ জন।