দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র

দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র

শেয়ার করুন

Bangladesh's Mehedi Hasan Miraj bowls during the second day of a two-day practice cricket match between India A and Bangladesh at Gymkhana Ground in Secunderabad, the twin city of Hyderabad on February 6, 2017. India will play one Test match against Bangladesh from February 9-13. RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE - GETTYOUT / AFP PHOTO / NOAH SEELAM / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT

নিজস্ব প্রতিবেদক :

ভারতের এ দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বাংলাদেশে।

কিরিত পাঞ্চাল, শ্রেয়াস ইয়ার ও বিজয় শঙ্করের সেঞ্চুরিতে ভারত এ দলের করা ৪৬১ রানের জবাবে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৭৩ রান করে।

হায়দরাবাদের জিমাখানা গ্রাইন্ডে আগের দিনের ১ উইকেটে ৯১ রান নিয়ে ব্যাট করতে নামে ভারত এ দল। দ্বিতীয় দিন মিরাজ, শফিউলদের বিপক্ষে বলা যায় নিজেদের ব্যাটিং প্রাকটিস করলেন ভারতের কিরিত পাঞ্চাল-শ্রেয়াস ইয়াররা। কেননা অন্যদের ব্যাট করার সুযোগ দেয়ার জন্য পাঞ্চাল ব্যক্তিগত ১০৩ রানে এবং ইয়ার রিটায়ার্ড আউট হন নিজের সেঞ্চুরি পুর্ন করেই। তবে বিজয় শঙ্কর অপরাজিত থাকেন ১০৩ রানে।

আর নিতিন সাইনি’র ৬৬ রানে প্রথম ইনিংসে ভারত এ দলের সংগ্রহ দাড়ায় ৮ উইকেটে ৪৬১ রান। তাইজুল ইসলাম নেন ৩ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২৪। এবং দ্বিতীয় ইনিংসে মুশফিকদের সংগ্রহ ২ উইকেটে ৭৩ রান। ৪২ রানে অপারাজিত থাকেন তামিম ইকবাল।