পাকিস্তানে গণতন্ত্র বলে কিছু নেই, সেনাবাহিনীই সর্বেসর্বা

পাকিস্তানে গণতন্ত্র বলে কিছু নেই, সেনাবাহিনীই সর্বেসর্বা

শেয়ার করুন

 

বিশ্বসংবাদ ডেস্ক :

পাকিস্তানে গণতন্ত্র বলে কিছু নেই; সেনাবাহিনীই সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ওয়াশিংটনে এক সভায়, এমনই মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফ।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই পাকিস্তানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেনাবাহিনী। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে কিছু মানুষ মাঝেমধ্যে ক্ষমতা নিয়ে ছেলেখেলা শুরু করে।

তখন সেনাবাহিনীর গুরুত্ব আরও বেড়ে যায়। তার মতে, দেশে শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সময় থেকেই গলদ রয়ে গেছে। গণতন্ত্র বিষয়টি কী, তা বুঝে ওঠার সুযোগই পায়নি পাকিস্তানের মানুষ। ক্ষমতায় গিয়ে স্বৈরতান্ত্রিক শাসন চালাতেই ব্যস্ত ছিলেন সবাই। সংবিধানেও খোলাসা করে কিছু বলা নেই। তাই রাজনীতির বড় অংশ জুড়ে রয়েছে সেনাবাহিনী।

অর্থনৈতিক মন্দাই হোক বা রাজনৈতিক অচলাবস্থা, নিজে থেকেই দায়িত্ব তুলে নেয় সেনাবাহিনী। তাই সরকারের তুলনায় তাদের ওপরই বেশি ভরসা মানুষের। এসময় পাকিস্তানের মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, সেনার কাছেই পাকিস্তানবাসীর যত দাবি–দাওয়া। দু’ দুটো যুদ্ধে জনগণের সমর্থন পেয়েছেন সেনা। সেজন্য তিনি গর্ব অনুভব করেন।