পাকিস্তানে অনার কিলিং এবং ধর্ষণ বিরোধী বিল অনুমোদন

পাকিস্তানে অনার কিলিং এবং ধর্ষণ বিরোধী বিল অনুমোদন

শেয়ার করুন

পাকিস্তান সংসদবিশ্ব সংবাদ ডেস্ক:

সম্মান রক্ষার নামে হত্যা এবং ধর্ষণবিরোধী একটি বিলে, পাকিস্তানের পার্লামেন্টের উভয় কক্ষ সর্বসম্মতভাবে অনুমোদন দিয়েছে।

বৃহষ্পতিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানায়, এই আইনের ফলে ‘সম্মান রক্ষার নামে হত্যা’র মতো ভয়াবহ প্রবণতা বন্ধ করা যাবে বলে আশা করা হচ্ছে।

আদালতের বাইরে মীমাংসার মাধ্যমে দোষীদের ছাড়া পাওয়ার সুযোগও থাকছে না এ আইনে। বরং, শুধুমাত্র নিহত ব্যক্তির পরিবারের হাতেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত হত্যাকারীকে ক্ষমা করার বিধান রাখা হয়েছে। সেক্ষেত্রে অবশ্য ওই হত্যাকারীকে অন্তত সাড়ে ১২ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে, ধর্ষণবিরোধী আইনে মামলার রায় তিন মাসের মধ্যে দেওয়া হবে এবং ছয় মাসের মধ্যে আপিল করার সুযোগ থাকবে। হিউম্যান রাইটস কমিশন পাকিস্তান-এর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত বছর পরিবারের সম্মান রক্ষার নামে পাকিস্তানে প্রায় ১১০০ নারী স্বজনদের হাতে খুন হয়েছেন। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ১ হাজার।