পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিল ভারত

পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিল ভারত

শেয়ার করুন

indiaএটিএন টাইমস ডেস্ক: 

২০১৮ সালের মধ্যে পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিতে যাচ্ছে ভারত। শুক্রবার সীমান্ত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে রাজস্থানের জয়সালমারে বৈঠকের পর রাজনাথ সিং বলেন, আমরা কর্মপ্রক্রিয়া তৈরি করছি। শিগগিরই সীমান্তের নিরাপত্তা নিয়ে সিদ্ধান্তে আসবে সরকার।

ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে দুই দিনের সফরে আসছেন রাজনাথ সিং। এসময় তিনি সীমান্ত পরিদর্শন করবেন এবং সেনাদের সঙ্গে আলাপ করবেন।

পাকিস্তানের সঙ্গে মরুভূমির মতো প্রায় এক হাজার কিলোমিটার সীমান্ত বন্ধ করা হচ্ছে।

এদিকে, পাকিস্তান বলেছে, সিন্ধু নদীর পানি চুক্তি লঙ্ঘন করলে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারতের বিরুদ্ধে নোটিশ জারি করা।