পাকিস্তানের পরমাণু অস্ত্র সন্ত্রাসীদের হাতে পড়ার আশঙ্কা হিলারির

পাকিস্তানের পরমাণু অস্ত্র সন্ত্রাসীদের হাতে পড়ার আশঙ্কা হিলারির

শেয়ার করুন

 

বিশ্বসংবাদ ডেস্ক :

পাকিস্তানের পারমাণবিক অস্ত্র জঙ্গি-সন্ত্রাসীদের হাতে যেতে পারে বলে গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন।

গত ফেব্রুয়ারিতে ভার্জিনিয়ায় তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। ডেমোক্রেট শিবির থেকে হ্যাক হওয়া ৫০ মিনিটের একটি অডিও রেকর্ড, ওয়াশিংটন বিকন ওয়েবসাইটে ছাড়া হয়েছে। ওই অডিওর বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করেছে পত্রিকাটি।

পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার প্রসঙ্গ তুলে ভারত, পাকিস্তান, চীন ও রাশিয়ার নাম উল্লেখ করেন হিলারি। তিনি বলেন, ভারতের সঙ্গে দ্বন্দ্বের কারণে পাকিস্তান পুরোদমে কৌশলগত পারমাণবিক অস্ত্র তৈরি করছে। দেশটিতে অভ্যুত্থানের আশংকার কথা জানিয়ে হিলারি বলেন, এর ফলে পারমাণবিক অস্ত্রগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে সন্ত্রাসীরা।