পাকিস্তানকে ‘সহায়তা’ দিতে চান ট্রাম্প

পাকিস্তানকে ‘সহায়তা’ দিতে চান ট্রাম্প

শেয়ার করুন

_92630211_hi036531048

বিশ্বসংবাদ ডেস্ক :

পাকিস্তানের অনিস্পন্ন সমস্যা নিরসনে ভূমিকা রাখতে চান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বুধবার এক টেলিফোন সংলাপে এই আশ্বাস দিয়েছেন ট্রাম্প।

রয়টার্স আরো জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে কার্যকর আলোচনা হয়েছে। তবে দুই পক্ষের কেউই জানায়নি, সুনির্দিষ্ট কোন বিষয়ে সহায়তা দিতে চেয়েছেন ট্রাম্প।

এদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যম ‘ডন’ জানিয়েছে, টেলিফোন কথোপকথনের সময় নওয়াজ বিজয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান। এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মির ইস্যু সমাধানে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প।