পরমাণু চুক্তি রক্ষায় ইউরোপকে ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দিলো ইরান

পরমাণু চুক্তি রক্ষায় ইউরোপকে ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দিলো ইরান

শেয়ার করুন

84896080100084640360noবিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর, ওই চুক্তির ব্যাপারে বিকল্প প্রস্তাব উপস্থাপনে ইউরোপীয় দেশগুলোকে ৩১ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ইরান।

ইরানের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
২০১৫ সালে ইরান ও যুক্তরাষ্ট্রসহ ছয় পরাশক্তির স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী, তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। বিপরীতে ইরানে নিজেদের পারমাণবিক কর্মসূচি কমিয়ে আনে।

তবে চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এই বাস্তবতায় চুক্তির সঙ্গে যুক্ত ইউরোপীয় দেশগুলো পরমাণু চুক্তি ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এব্যাপারে শুক্রবার বৈঠক করেন ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার প্রতিনিধিরা। চুক্তি বহাল রেখে, ইরানকে আর্থিক সুবিধা দিতে আগ্রহী ইউরোপীয় দেশগুলো। এব্যাপারে ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।