নোবেলজয়ী কবি ও নাট্যকার ওয়ালকট আর নেই

নোবেলজয়ী কবি ও নাট্যকার ওয়ালকট আর নেই

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

নোবেলজয়ী ক্যারিবীয় কবি ও নাট্যকার ডেরেক ওয়ালকট আর নেই। দীর্ঘ দিন ধরে অসুস্থ্য থাকার পর শুক্রবার সেন্ট লুসিয়ায় নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

ক্যারিবীয় অঞ্চলের অন্যতম সেরা কবি ওয়ালকটের রচনার মধ্যে,‘ইন আ গ্রিন নাইট: পোয়েমস ১৯৪৮-৬০’ এবং তাঁর মহাকাব্য ‘ওমেরস’ উল্লেখযোগ্য। ১৯৯২ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান।

২০১১ সালে অর্জন করেন ‘টি এস এলিয়ট’ পুরস্কার। নাটক রচনা এবং পরিচালনায়ও যুক্ত ছিলেন ওয়ালকট। তাঁর রচিত ও পরিচালিত নাটকের সংখ্যা ৮০টির বেশি। সেন্ট লুসিয়ার সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য রক্ষা এবং প্রসারের অসামান্য অবদান রেখেছেন তিনি।

ডেরেক ওয়ালকটের মৃত্যুতে সমবেদনা জানিয়ে, কবির স্মরণে, তাঁর কবিতা পাঠের আহ্বান জানিয়েছে ‘দ্য পোয়েট্রি সোসাইটি’।