এবার হজে অংশ নেবেন ইরানিরা

এবার হজে অংশ নেবেন ইরানিরা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

কূটনৈতিক বিরোধ কাটিয়ে এ বছর সৌদি আরবে হজে অংশ নেবেন ইরানের নাগরিকরা। শুক্রবার সৌদি গণমাধ্যমগুলো জানায়, দেশটির হজ মন্ত্রণালয় এবং ইরান সরকার, তাদের নাগরিকদের সুষ্ঠুভাবে হজ পালনের জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে।

এবার ৫০ হাজারের বেশি ইরানি নাগরিক হজ করতে সৌদি আরব যাচ্ছেন। গত বছর হজ পালনের সময় দুর্ঘটনায় বহু মানুষ মারা যায়। যাদের মধ্যে কয়েকশ ইরানি নাগরিকও ছিল। ওই ঘটনায় সৌদি কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে ইরান।

এরপর, শিয়া নেতা নিমর আল নিমরকে ফাঁসি দেয়ায় তেহরানে সৌদি দূতাবাসে আগুন দেয় ইরানিরা। এরপর থেকে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। যার প্রেক্ষিতে হজ পালনও বন্ধ ঘোষণা করে ইরান।