নিহতদের স্মরণে শোক পালন ইতালির

নিহতদের স্মরণে শোক পালন ইতালির

শেয়ার করুন

WireAP_08c98bed72a84ba5a04780b45722eb10_4x3_992বিশ্বসংবাদ ডেস্ক:

ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে একদিনের জাতীয় শোক পালন করছে ইতালি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আমাত্রিসসহ কয়েকটি শহরে শোকসভার আয়োজন করা হয়েছে।

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত শহর আরকোয়াটায় রাষ্ট্রীয় মর্যাদায় ৪০ জনের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ওই শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন দেশটির প্রধানমন্ত্রী মাত্তেও রেনসি।

WireAP_65b76665f66b4aee888973e47d4c028d_16x9_1600

এদিকে দেশটির একটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা এখনো বলবৎ রয়েছে। মঙ্গলবার ভোররাত ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে মারা যায় ২৮১ জন। আহতের সংখ্যা চার শতাধকি। তিন ব্রিটিশ নাগরিক ছাড়া নিহতদের বেশিরভাগই ইতালীয় নাগরিক।

ভূমিকম্প আঘাত হানার তিন দিন পর উদ্ধার তৎপরতা বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। তবে রাস্তা-ঘাট ও বিভিন্ন অবকাঠামো মেরামতের কাজ চলছে।