নাইজেরিয়ায় কৃষক-খামারি সংঘর্ষে ৮৬ জন নিহত

নাইজেরিয়ায় কৃষক-খামারি সংঘর্ষে ৮৬ জন নিহত

শেয়ার করুন

_102185794_coffinsবিশ্বসংবাদ ডেস্ক :

নাইজেরিয়ার প্লেটো রাজ্যে কৃষক ও খামারিদের মধ্যে সংঘর্ষে ৮৬ জন নিহত হয়েছে। এ ঘটনায়  প্লেটো রাজ্যের তিন জায়গায় কারফিউ জারি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার স্থানীয় বেরোম গোষ্ঠীর কৃষকরা ফুলানি গোষ্ঠীর পশুপালকদের ওপর হামলায় চালায়। সেদিনই পাঁচজন নিহত হয়। পরে শনিবার পাল্টা হামলায়  আরো হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ৫০টি বাড়ি , ১৫ টি মোটর সাইকেল ও দুটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।

রাজ্য গভর্নর জানিয়েছেন, নাইজেরিয়ার এ এলাকাটি সহিংসতাপ্রবণ। প্রায়ই এখানকার স্থায়ীভাবে বসবাসকারী কৃষক সম্প্রদায় ও যাযাবর পশুপালক দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। মূলত পশুদের ঘাস খাওয়ানো ও জমি নিয়েই এ সংঘর্ষ হয়।