তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের সরাসরি জয়

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের সরাসরি জয়

শেয়ার করুন

_102186076_erdoganfansবিশ্বসংবাদ ডেস্ক :

তুরস্কে নির্বাচনে প্রেসিডেন্ট পদে সরাসরি বিজয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বেসরকারি ফলাফল অনুযায়ী, এরদোয়ান ৫৩ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাররম ইনজে পেয়েছেন ৩১ শতাংশ ভোট। এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পেলে এরদোয়ানকে দ্বিতীয় দফায় ভোটে অবতীর্ণ হতে হতো।
_102177819_gettyimages-982129660
এদিকে পার্লামেন্ট নির্বাচনেও এরদোয়ানের দল জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ৯৬ শতাংশ ভোট গণনা শেষে দেখা যায় জোটগতভাবে পার্লামেন্টে তারা ৫৫ শতাংশ ভোট পেয়েছে।

পার্লামেন্ট নির্বাচনে জোটগতভাবে বিজয়ী হলেও পার্লামেন্টে একে পার্টির একাধিপত্যের অবসান হয়েছে।
৬০০ আসনের মধ্যে একে পার্টি এককভাবে ২৯৫ টি আসন পেয়েছে। সরকার গঠন করার জন্য দরকার ৩০০ আসন। তাই এখন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নিতে তাদের জোট সঙ্গী এমএইচপির সমর্থন প্রয়োজন হবে।