দক্ষিণ সিরিয়ায় আইএসের হামলায় নিহত ২০০

দক্ষিণ সিরিয়ায় আইএসের হামলায় নিহত ২০০

শেয়ার করুন

_102681465_048331705
বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমে জঙ্গিগোষ্ঠী আই এস ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এদের মধ্যে ১২৭ জনই বেসামরিক নাগরিক।

বুধবার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সুয়েইদা প্রদেশের প্রধান শহরের ভেতরে ও আশপাশের এলাকায় অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি আত্মঘাতী হামলায় হয়। সমন্বিত এ হামলায় অন্তত ২২১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি। হামলার পর শহরটির পূর্ব প্রান্তে সরকার সমর্থিত বাহিনীর সঙ্গে আইএস জঙ্গিদের বন্দুকযুদ্ধও চলে।

সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে গত কয়েক মাসের মধ্যে বুধবারের এ জঙ্গি হামলাতেই সবচেয়ে বেশি রক্তপাতের ঘটনা ঘটে। সিরিয়ার দক্ষিণে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ এলাকাগুলো দখলমুক্ত করতে সাম্প্রতিক অভিযানের মধ্যেই দেশটির  আইএসের এ হামলা হল।

হামলাকারিরা গ্রামগুলোর বাসিন্দাদের হত্যা করে এবং বাড়িঘরও জ্বালিয়ে দেয়।  জঙ্গি গোষ্ঠী আইএস এ হামলার দায় স্বীকার করেছে।