দক্ষিণ চীন সাগরে রণতরী পাঠাচ্ছে জাপান

দক্ষিণ চীন সাগরে রণতরী পাঠাচ্ছে জাপান

শেয়ার করুন

Capture
বিশ্বসংবাদ ডেস্ক :

দক্ষিণ চীন সাগরে রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান। ইজুমো নামের ওই রণতরী আগামী মে মাস থেকে পরের তিন মাস দক্ষিণ চীন সাগরে টহল দেবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই হবে এ অঞ্চলে জাপানের নৌবাহিনীর সবচেয়ে বড় শক্তি প্রদর্শনী। ২৪৯ মিটার দীর্ঘ রণতরী ইজুমো ১৪টি হেলিকপ্টারও বহন করতে পারে। হেলিকপ্টার ধ্বংস করতেও সক্ষম।

দু’বছর আগে তৈরি এ জাহাজটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। দূরের মিশনে পাঠিয়ে ইজুমোর সক্ষমতা পরীক্ষা করাই এ মিশনের উদ্দেশ্য বলে জানিয়েছেন জাপানি কর্মকর্তারা।

বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ এবং তেল- গ্যাস সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোর মালিকানা নিয়ে চীনের সঙ্গে  প্রতিবেশী দেশগুলোর বিরোধ রয়েছে। চীনের মতো তাইওয়ান, মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন এবং ব্রুনাই দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে আসছে। এই অঞ্চলে চীনের সামরিক শক্তি বাড়তে থাকায় জাপানের উদ্বেগ বাড়ছে। উদ্বিগ্ন পশ্চিমা বিশ্বও।