থাই গুহায় আটকে পড়া বাকি ৫ জনকে উদ্ধারে অভিযান শুরু

থাই গুহায় আটকে পড়া বাকি ৫ জনকে উদ্ধারে অভিযান শুরু

শেয়ার করুন

ae71acdd-eaa1-4cda-944f-546c27067b2a
বিশ্বসংবাদ ডেস্ক :

থাইল্যান্ডের গুহায় আটকা পড়া বাকি পাঁচ জনকে নিরাপদে বের করে আনতে মঙ্গলবার সকালে শুরু হয়েছে তৃতীয় দফার অভিযান। ১৯ জন ডুবুরি গুহার ভেতরে প্রবেশ করেছেন। আজই সবাইকে বের করে অভিযানের সমাপ্তি টানার আশার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, উদ্ধার হওয়া ৮ কিশোর ফুটবলার সুস্থ্য আছে। তাদেরকে ৭ দিন বা তার বেশি হাসপাতালে রাখা হবে। আরো জানাচ্ছেন শাওন মাহফুজ।

অবিরাম চেষ্টা আর দু:সাহসিক অভিযানের তৃতীয় দফায় থাইল্যান্ডের গুহায় আটকে থাকা বাকিদের উদ্ধারে অভিযান শুরু হয় মঙ্গলবার সকাল দশটায়। ১৯ জন ডুবুরি পর্যাপ্ত অক্সিজেনসহ থাম লুয়াং গুহার ভেতরে প্রবেশ করেন।
cf030d00-de9a-4b19-be30-702342c9c69a
উদ্ধার অভিযানের প্রধান সমন্বয়ক আশা প্রকাশ করেন : গুহার ভেতরে থাকা ৪ কিশোর ফুটবলার ও তাদের কোচ, একজন চিকিৎসক এবং নেভি সিলের তিন সদস্যসহ সবাই, আজই নিরাপদে বের হয়ে আসবেন। এখন শুধু সময়ের অপেক্ষা।

এর আগে, রোববার ও সোমবার ৮ কিশোর ফুটবলারকে নিরাপদে বের করে আনা হয়। তারা চিয়াং রাই শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। কিশোরদের এখনও তাদের বাবা-মায়ের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি।
c195cd7bc7864bd9aabcad1cfc60b430_18সোমবার সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান : উদ্ধার হওয়া ৮ জনের প্রত্যেকেই শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য আছে। আরো অন্তত ৭ দিন সবাইকে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রত্যেকের রক্ত পরীক্ষার পাশাপাশি এক্সরে করা হয়েছে। দুজনকে দেয়া হয়েছে ফুসফুস প্রদাহজনিত চিকিৎসা। কিশোররা জাউ ভাত খেতে পারছে। তারা মাংস খেতে চাইলেও হজমে সমস্যা হতে পারে এমন আশঙ্কায় তা দেয়া হচ্ছে না।
012edeb8-6d3c-432d-977c-4b703a507300
গত ২৩ জুন ফুটবল অনুশীলন শেষে এক সদস্যের জন্মদিন উদযাপনের জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে গুহায় প্রবেশ করেছিল ১২ কিশোর ফুটবলার ও তাদের এক কোচ। কিন্তু বৃষ্টিতে গুহার প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ায় তারা আর বের হতে পারেনি।