তুরস্কে সাড়ে চারশতাধিক সন্দেহভাজন আইএস সদস্য আটক

তুরস্কে সাড়ে চারশতাধিক সন্দেহভাজন আইএস সদস্য আটক

শেয়ার করুন

More-than-400-Islamic-State-suspects-arrested-in-Turkey-by-counter-terrorism-squadsবিশ্বসংবাদ ডেস্ক :

দেশব্যাপী সন্ত্রাসবিরোধী অভিযানে সাড়ে চার শতাধিক সন্দেহভাজন আইএস সদস্যকে আটক করেছে তুরস্কের পুলিশ। রোববার তুর্কি রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, অন্তত ৪শ ৬০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজধানী আংকারা থেকে অন্তত ৬০ জন এবং সানলিউরফা প্রদেশ থেকে দেড়শ জন, গাজিয়ানতেপ থেকে ৪৭ জন এবং বাকিদের সিরিয়ান সীমান্ত এলাকা ইজমির থেকে আটক করা হয়।

১৮টি প্রদেশ থেকে আটক করা নাগরিকদের বেশির ভাগই বিদেশী। অভিবাসী হিসেবে তাদের তুরস্কে বসবাসের মেয়াদ ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত। এদের মধ্যে ৯ জন সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ১৮ জন স্বীকার করেছে, শহরজুড়ে কোথায় হামলা করা যায়, সে বিষয়ে পরিকল্পনা করছিল তারা। নিরাপত্তা বাহিনী জানায়, তাদের অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাসী হামলায় জর্জরিত তুরস্কে সবশেষ, বর্ষবরণের রাতে আইএস হামলাকারীর গুলিতে ৩৯ জন নিহত হয়।