তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জনগণের প্রশংসা করলেন এরদোয়ান

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জনগণের প্রশংসা করলেন এরদোয়ান

শেয়ার করুন

aa8eb63d8a5f4190976422337a514ac6_18বিশ্বসংবাদ ডেস্ক :

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে দেয়া ভাষনে, জনগণের সাহসি ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।
3295487428bc4903b908d14ccda30033_18তুরস্কে গত বছরে একটি ব্যর্থ অভুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দেয়ার বর্ষপূর্তি  উপলক্ষে ইস্তানবুলে আয়োজন করা হয় বিশাল এক সমাবেশের। ওই সমাবেশে হাজার হাজার মানুষ গেয়েছেন তুরস্কের জাতীয় সঙ্গীত। উচ্ছসিত জনগণের হাতে হাতে ছিলো দেশটির জাতীয় পতাকা। 4ac8dbfc84424fbf8b200e767e030ab6_18নিজেদের জীবন বাজি রেখে দেশকে যারা রক্ষা করেছেন, তাদেরকে স্মরণ করে, সমাবেশে আবেগঘন এক বক্তৃতা দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। সমাবেশে যোগ দেয়া অনেকেই বলেন, দেশের প্রতি তাদের সমর্থন প্রকাশ করতেই সমাবেশে তারা যোগ দিয়েছেন।