তালেবানদের সঙ্গে সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা আফ সরকারের

তালেবানদের সঙ্গে সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা আফ সরকারের

শেয়ার করুন

_101915454_5e8fa25c-22f0-498a-93fb-b71ea39afb06বিশ্বসংবাদ ডেস্ক :

ঈদকে সামনে রেখে আফগানিস্তানে তালেবানদের সঙ্গে সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তবে আইএসসহ অন্য জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলে ঘোষণায় বলা হয়েছে।

বৃহস্পতিবার  আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, রমজানের শেষ সপ্তাহ ও ঈদের সময়টাতে, তালেবানদের বিরুদ্ধে অভিযান বন্ধ থাকবে।

তিনি বলেন, এই অস্ত্রবিরতির মধ্য দিয়ে তারা তালেবানদের একটি সুযোগ দিতে চান। যাতে করে তারা উপলদ্ধী করতে পারেন, সহিংস প্রচারণা দিয়ে মানুষের হৃদয় জয় করা যায় না, বরং জনগন থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়তে হয়।

আশরাফ ঘানি বলেন, তাদের সেনাবাহিনীকে তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, তালেবান ছাড়া অন্য জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যেতে হবে।

অস্ত্রবিরতির বিষয়ে সরকারের ওই ঘোষণার ব্যাপারে এখনও পর্যন্ত তালেবানদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাম্প্রতিক কয়েকটি তালেবান হামলার বিষয় নিয়ে চলতি সপ্তাহের শুরুতে দেশটির ইসলামী চিন্তাবিদ ও সরকারি প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অস্ত্রবিরতির সুপারিশ করেন ইসলামী চিন্তাবিদরা।