ট্রাম্পের ব্রিটেন সফর বাতিল করতে ১০ লাখ মানুষের স্বাক্ষর

ট্রাম্পের ব্রিটেন সফর বাতিল করতে ১০ লাখ মানুষের স্বাক্ষর

শেয়ার করুন

3500বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রিটেন সফর বাতিল করতে, স্বাক্ষর করেছে প্রায় ১০ লাখেরও বেশি মানুষ।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে মুসলিম শরণার্থী প্রবেশে ট্রাম্পের ৯০ দিনের স্থগিতাদেশ নিয়ে বিশ্বজুড়ে চলছে বিরূপ প্রতিক্রিয়া। ব্রিটেনে ট্রাম্পের সফর থামাতে, স্বাক্ষরকারীর সংখ্যা তাই দ্রুতই বাড়ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ট্রাম্পের ব্রিটেন সফরের কথা ঘোষণা করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, তারা ট্রাম্পের নির্বাহী আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করলেও এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে যাওয়াকে ঠিক বলেই মনে করছে।

এদিকে ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি করবিন ট্রাম্পের সফর পিছিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যে সরকারি ওয়েবসাইটের পিটিশনগুলোর মধ্যে এ পিটিশনই এখন সবচেয়ে জনপ্রিয় দ্বিতীয় পিটিশনে পরিণত হয়েছে। মঙ্গলবার পার্লামেন্টের সদস্যরা পিটিশনটি নিয়ে আলোচনা করবেন।