ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে মামলা

ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে মামলা

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে ছয় মুসলিম প্রধান দেশের ওপর ডোনাল্ড ট্রাম্পের জারি করা নতুন নিষেধাজ্ঞার উপর হাওয়াইয়ের চ্যালেঞ্জের পর ওয়াশিংটন ও নিউইয়র্কের মামলা। বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রথমে হাওয়াইয়ের অ্যাটর্নি জেনারেল ডগ চিন এই নিষেধাজ্ঞার উপর হাওয়াইয়ের চ্যালেঞ্জ করেন। পরে ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসন ও নিউ ইয়র্কের ম্যাসাচুসেটস ও অরেগন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার উপর চ্যালেঞ্জ করে মামলা করেন।

এদিকে, ট্রাম্পের এ নতুন নিষেধাজ্ঞায় প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিমানবন্দরে বিক্ষোভ করেছে হাওয়াইয়ের বাসিন্দারা।

এর আগে, ৬ মার্চ ইরাককে বাদে ছয় মুসিলম প্রধান দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিষেধাজ্ঞা অনুসারে, আগামী ৯০ দিন এই ছয়টি দেশের নাগরিক যাদের বৈধ্য ভিসা নেই, তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।