কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

শেয়ার করুন

Kushtia dakat pic-2
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার খোকসায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিন্টু (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছে। তার বাড়ি রাজবাড়ি জেলার পাংসায়। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় ৩ পুলিশ আহত হয়েছে।

শুক্রবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের শিমুলিয়া কুঠিবাড়ি এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

খোকসা থানার ওসি নাজমুল হুদা জানান, কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের শিমুলিয়া কুঠিবাড়ি এলাকায় সড়কে গাছের গুড়ি ফেলে একদল ডাকাত ডাকাতি করছে এমন খবর পেয়ে খোকসা থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতদল গুলি ছুড়লে জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট চলা বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে একজন ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খোকসা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ৩টি রামদা, ২রাউন্ড গুলি ও গাছ কাটা করাত উদ্ধার করা হয়েছে। ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের এক এসআইসহ ৩জন আহত হলে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।