ট্রাম্পের দুই মন্ত্রীর মনোনয়নে সিনেট ভোট বয়কট করবে ডেমোক্রেটরা

ট্রাম্পের দুই মন্ত্রীর মনোনয়নে সিনেট ভোট বয়কট করবে ডেমোক্রেটরা

শেয়ার করুন

_93894998_037620910-1বিশ্বসংবাদ ডেস্ক :

ডোনাল্ড ট্রাম্পের মনোনীত মন্ত্রীসভার দুই সদস্যের অনুমোদনের প্রশ্নে ভোট বয়কটের ঘোষণা দিয়েছেন মার্কিন সিনেট ফাইন্যান্স কমিটির ডেমোক্রেট সদস্যরা।

ডেমোক্রেট সিনেটররা বলছেন, নতুন প্রশাসনে স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস ও অর্থমন্ত্রী স্টিফেট মুচিনের মনোনয়ন চূড়ান্ত করার আগে, তাদের দু’জনের অর্থ সংক্রান্ত আরও তথ্য জানতে চান তারা।

ট্রাম্পের নতুন প্রশাসনে স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রী হিসেবে মনোনীত টম প্রাইস, জর্জিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান দল থেকে প্রতিনিধি পরিষদের নির্বাচিত সদস্য। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার কট্টর সমালোচক বলে পরিচিত তিনি। দায়িত্ব নেওয়ার পর ওবামার স্বাস্থ্যনীতি বাতিল ও প্রতিস্থাপনে মূল ভূমিকা পালনের দায়িত্ব পড়বে তারই ওপর।

এদিকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া স্টিফেন মুচিনের আগের কর্মস্থল ওয়ান ওয়েস্ট ব্যাংকে, তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্রেট সিনেটররা। অন্যদিকে এটর্নি জেনারেলের মনোনয়নের প্রশ্নে সিনেটের ভোটাভুটি স্থগিত করা হয়েছে।