ট্রাম্পের চেয়ে ১০ শতাংশ এগিয়ে হিলারি

ট্রাম্পের চেয়ে ১০ শতাংশ এগিয়ে হিলারি

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১০ শতাংশ এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন। মঙ্গলবার ফক্স নিউজের এক জনমত জরিপে এ তথ্যটি প্রকাশ করা হয়।

ফক্স নিউজের ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন ভোটারদের ৬২ শতাংশই হিলারিকে প্রেসিডেন্ট হিসেবে যোগ্য মনে না করলেও তাদের সামনে কোনো বিকল্প নেই। কারণ রিপাবলিকান মনোনীত প্রার্থী ট্রাম্পকে হিলারির চেয়েও বেশি অযোগ্য মনে করছেন ভোটাররা।

ট্রাম্পের একের পর এক বিতর্কিত কথাবার্তা অসহিষ্ণুতা এবং দেশ পরিচালনার মত দক্ষতা না থাকার কারণে তাদের হিলারিকেই বেছে নিতে হচ্ছে। সম্প্রতি পরিচালিত ওই জনমত জরিপে হিলারির পক্ষে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের ৪৯ শতাংশ ভোটার।

নারী ভোটারদের ৫৭ শতাংশ হিলারিকে এবং ৩৪ শতাংশ ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন। কৃষ্ণাঙ্গদের মধ্যে ৮৭ শতাংশ হিলারিকে এবং মাত্র ৪ শতাংশ ট্রাম্পকে পছন্দ করছেন।

গত জুন মাসের অন্য এক জনমত জরিপেও ট্রাম্পের চেয়ে মাত্র ৬ শতাংশ এগিয়ে ছিলেন হিলারি। কিন্তু সাম্প্রতিক সময়ে ট্রাম্পের লাগামহীন কথাবার্তার কারণেই তার জনসমর্থন কমে যাচ্ছে।