জয়ের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন সু চির দলের

জয়ের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন সু চির দলের

শেয়ার করুন

Suu Kyi

 

মিয়ানমারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। ভোটের সর্বশেষ ফলাফল অনুসারে, ৩৪৬টি আসন পেয়েছে এনএলডি। দেশটিতে সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২২ আসন। তবে এখনও আনুষ্ঠানিক জয়ের ঘোষণা দেওয়া হয়নি।

মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষে ৪২৫ ও উচ্চকক্ষে ১৬১ আসন আছে। ৫০ বছরের বেশি সময়ের সেনাশাসনের কবল থেকে মুক্ত হয়ে ২০১৫ সালে দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন। তখন সু চির দল জয় পায়। সে বছর দলটি সংসদের মোট ৩৯০ আসনে বিজয়ী হয়। তবে এবার বেশ কিছু আসন হারাতে হয়েছে তাদের।

এদিকে, সেনা-সমর্থিত বিরোধী দল পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। তবে ভোট গণনা এখনও শেষ হয়নি। এখনও ৬৪ আসনের ফল ঘোষণা হয়নি। বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে হওয়ায় ২০১৫ সালের নির্বাচনে জয়ী হয়েও দেশটির প্রধানমন্ত্রী হতে পারেননি সু চি। একই কারণে এবারও তিনি জয়ী হলে প্রধানমন্ত্রী হতে পারবেন না। বর্তমানে এই নেত্রী ‘স্টেট কাউন্সিলর’ হিসেবে দায়িত্ব পালন করছেন।
সূত্র: বিবিসি, আল-জাজিরা