জেরুজালেম ইস্যু নিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে পুতিনের ফোন

জেরুজালেম ইস্যু নিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে পুতিনের ফোন

শেয়ার করুন

_99042400_043316411
বিশ্বসংবাদ ডেস্ক :

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির প্রশ্নে চলমান উত্তাপের মধ্যেই ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ সময় তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার শান্তি আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে মস্কোর সমর্থন রয়েছে।

রাশিয়া ছাড়াও এ ইস্যুতে তুরস্ক, ফ্রান্স, জর্ডান, মরক্কো ও ভ্যাটিকানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে ফিলিস্তিন। বিষয়টি নিয়ে এরইমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, জর্ডানের রাজা আবদুল্লাহ, মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদসহ বিভিন্ন দেশের নেতার সঙ্গে কথা বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট।

এসব আলোচনায় তিনি জেরুজালেম ইস্যুতে পাশে থাকার এবং কূটনৈতিকভাবে ফিলিস্তিনকে সমর্থন দেয়ার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।