জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী: যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ফ্রান্সের উদ্বেগ

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী: যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ফ্রান্সের উদ্বেগ

শেয়ার করুন

_99042400_043316411বিশ্বসংবাদ ডেস্ক :

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখো।

এই শহরের মর্যাদা নিয়ে যে কোন সিদ্ধান্ত ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সমঝতার ভিত্তিতে হওয়া উচিত বলে   মন্তব্য করেছেন তিনি। এর আগে বেশ কটি মুসলিম ও আরব রাষ্ট্র এ বিষয়ে একই রকম উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেয়। এ সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার কথা রয়েছে।

ইসরায়েল ও ফিলিস্তিন দুপক্ষই জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে। তবে তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার ব্যাপারে সোমবার মার্কিন প্রেসিডেন্টের একটি নির্দেশনায়   স্বাক্ষর করার কথা ছিল। কিন্তু তিনি তা করেননি বলে জানিয়েছে হোয়াইট হাউজ।