ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টের সমর্থন

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টের সমর্থন

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারিকৃত মুসলিম নিষেধাজ্ঞার পক্ষে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ছয়টি মুসলিম প্রধান দেশের উপর ট্রাম্পের নিষেধাজ্ঞার ওপর এই নিয়ে তিনবার  রায় দিলো দেশটির আদালত।

ওই আদালতের ৯ জন বিচারকের ৭ জনই  স্থগিতাদেশ তুলে নেয়ার পক্ষে রায় দিয়েছেন। শুধুমাত্র বিচারপতি রুথ বাডের জিন্সবার্গ ও সোনিয়া সোতোমেয়র চেয়েছিলেন এই স্থগিতাদেশ বহাল থাকুক।

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় সাত মুসলিম প্রধান দেশ ইরান, লিবিয়া. সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া ও চাদের সঙ্গে উত্তর কোরিয়ার নাগরিকরা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তারাও।

এর আগে ৬টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হলেও সুপ্রিমকোর্ট বাধা দেয়।