জার্মানিতে আরও দেড় হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

জার্মানিতে আরও দেড় হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

45401615_303বিশ্বসংবাদ ডেস্ক :

২০২০ সালের মধ্যে জার্মানিতে আরও এক হাজার ৫০০ মার্কিন সেন মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। দেশটিতে বর্তমানে ৩৩ হাজার মার্কিন সেনা মোতায়েন করা রয়েছে।

মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর থেকেই জার্মানিতে থাকা বিভিন্ন ঘাঁটিতে নতুন সেনা ইউনিটগুলোকে মোতায়েন করা শুরু হবে। এসবের মধ্যে রয়েছে একটি ফিল্ড আর্টিলারি ব্রিগেড হেডকোয়ার্টার, দুইটি ‘মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ব্যাটেলিয়ন’ এবং একটিও স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যাটেলিয়ন।

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, নতুন করে এই সেনাবল বৃদ্ধির ঘটনায় রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়তে পারে। কারণ ইতোমধ্যেই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, পূর্ব ইউরোপে থাকা ন্যাটো বাহিনীর সদস্যরা রাশিয়ার জন্য হুমকি তৈরি করছে।