চীন সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

চীন সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

উত্তর কোরিয়াকে নিয়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যে প্রথমবারের মতো আজ চীন সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স ডব্লিউ টিলারসন। সফরের শুরুতে আজ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি।

ধারণা করা হচ্ছে, পরমাণু ইস্যুতে উত্তর কোরিয়ার উপর চাপ বাড়াতে, চীনের সহযোগিতা চাইবে যুক্তরাষ্ট্র। এর আগে গত শুক্রবার পিয়ংইয়ংকে সতর্ক করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন ভবিষ্যতে দক্ষিণ কোরিয়া ও মার্কিনদের হুমকি দিলে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হতে পারে।

দক্ষিণ কোরিয়া সফরকালে রেক্স টিলারসন আরো বলেন, উত্তর কোরিয়া যেভাবে একের পর এক পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে যাচ্ছে, তাতে আর ধৈর্য রাখতে পারছেন না তাঁরা। আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে পিয়ং ইয়ং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।