চীনে ভয়াবহ টাইফুন হাতো’র আঘাতে ১২ জন নিহত

চীনে ভয়াবহ টাইফুন হাতো’র আঘাতে ১২ জন নিহত

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

চীনের দক্ষিণাঞ্চলে শক্তিশালি টাইফুন হাতো’র আঘাতে এ পর্যন্ত ১২ জন নিহত ও আহত হয়েছে আরো শতাধিক মানুষ।

দেশটির গুয়াংডং প্রদেশের ঝুহাই শহরের কাছে স্থানীয় সময় বুধবার বিকেলে ওই টাইফুন ‘হাতো’ আঘাত হানে। ঝড়ো বাতাসে বহু ঘরবাড়ি ও ভুমিধস হয় এবং ১২ জন নিহত ও অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ওই অঞ্চলের অন্তত ২৭ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।ইতোমধ্যে জনগণকে মারাত্মক ভুমিধস, বন্যা ও অন্যান্য ভৌগলিক বিপদ সম্পর্কে সতর্ক করেছেন দেশটির কর্তৃপক্ষ।ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল কলেজ, ট্রেন ষ্টেশন ও বিমান চলাচল জরুরি বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।শক্তিশালি ওই টাইফুনে অআর্থিক ক্ষতির পরিমান অন্তত ৮০০ মিলিয়ন ডলার।