চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে কোনো চাপ নেই: ট্রাম্প

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে কোনো চাপ নেই: ট্রাম্প

শেয়ার করুন

trump-xi
বিশ্বসংবাদ ডেস্ক :

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যুক্তরাষ্ট্রের কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার এক ট্যুইট বার্তায় ট্রাম্প বলেন, ওই চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের তরফে কোনো চাপ না থাকলে, চীনের দিক থেকে এ বিষয়ে চাপ রয়েছে। ট্রাম্প দাবি করেন, পাল্টাপাল্টি শূল্কারোপের কারণে মার্কিন বাজারে কোনো প্রভাব পড়েনি, তবে চীনের বাজারে ধস নেমেছে।

চীনা পণ্যের ওপর মার্কিন শূল্কারোপ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে তৃতীয় দফা বৈঠক হতে যাচ্ছে-এমন এক প্রতিবেদন প্রকাশের পরপরই এই মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প।

ওই প্রতিবেদনে বলা হয়, বাণিজ্যযুদ্ধ থেকে বেরিয়ে আসার বিষয়ে কার্যকর উপায় খুঁজে বের করতে, ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন।  তবে করে নাগাদ ওই আলোচনা হবে, সেব্যাপারে দিনক্ষণ জানা যায়নি।

সম্প্রতি উভয় দেশ বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়েছে। দেশ দুটি একে অন্যের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে, যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়তে শুরু করেছে।