সিরীয় সীমান্তে তুরস্কের অতিরিক্ত সেনা ও অস্ত্র মোতায়েন

সিরীয় সীমান্তে তুরস্কের অতিরিক্ত সেনা ও অস্ত্র মোতায়েন

শেয়ার করুন

_103369093_mediaitem103369092বিশ্বসংবাদ ডেস্ক :

সিরীয় সীমান্তে অতিরিক্ত সেনা ও অস্ত্র মোতায়েন করছে তুরস্ক। সিরীয়ার ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে দেশটির সরকার ও তাদের মিত্রদের করা হামলায় শরণার্থীর ঢল নামার আশঙ্কা করছে তুরস্ক।

আর এ কারণেই দেশটি সিরীয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা। তুরস্কে ইতোমধ্যে ৩৫ লাখ সিরীয় শরণার্থী আশ্রয় নিয়েছে। ইদলিবে হামলার পর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে তারা।

তবে সীমান্তে সেনা মোতায়েন নিয়ে তুর্কি নিরাপত্তা বিশ্লেষক মেতিন গুরকানের দাবি, এটি সম্পূর্ণই আত্মরক্ষামূলক।

আসাদের সরকার সিরিয়াজুড়ে বিদ্রোহীদের দমন করতে পারলেও ইদলিবে এখনও বিদ্রোহীদের শক্ত ঘাঁটি রয়েছে। ধারণা করা হচ্ছে, দেশটির দীর্ঘদিনের গৃহযুদ্ধের শেষ বড় ধরনের লড়াই হবে এখানেই। তুরস্কে ইতোমধ্যে ৩৫ লাখ সিরীয় শরণার্থী আশ্রয় নিয়েছে। ইদলিবে হামলার পর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে তারা।

সাত বছরের বেশি সময় ধরে চলমান সিরিয়ার গৃহযুদ্ধে ৪ লাখের মানুষ নিহত বা নিখোঁজ রয়েছেন। দেশটির অর্ধেকের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।