চিকিৎসায় নোবেল পেলেন জেমস পি অ্যালিসন ও তাসুকু হোঞ্জো

চিকিৎসায় নোবেল পেলেন জেমস পি অ্যালিসন ও তাসুকু হোঞ্জো

শেয়ার করুন

4959
বিশ্বসংবাদ ডেস্ক :

এবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার জিতেছেন জেমস. পি. অ্যালিসন ও তাসুকু হোঞ্জো। নেতিবাচক ইমিউন নিয়ন্ত্রণে বাধাদানের মাধ্যমে ক্যান্সার থেরাপি আবিষ্কারের জন্য নোবেল পেলেন এই দুই চিকিৎসা বিজ্ঞানী।

সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা অ্যাকাডেমিতে চিকিৎসা বিজ্ঞানের নোবেল জয়ীর নাম ঘোষণা করা হয়। উভয় বিজ্ঞানীই গবেষণা করেছেন টি-সেলের প্রোটিন নিয়ে যা কার্যকরভাবে টিউমার কোষকে আক্রমণ থেকে শরীর ও শিরার প্রধান ইমিউন কোষকে রক্ষা করে।

অ্যালিসন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টারের অধ্যাপক। আর হোনজো ১৯৮৪ সাল থেকে জাপানের কিয়োটো ইউনিভার্সিটির অধ্যাপক। এ বছর  সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে  সুইডিশ একাডেমি। ২০১৯ সালে সাহিত্যে দুটি পুরস্কার দেওয়া হবে।