গত ৫ দিনে ১৩ হাজার মানুষ মসুল ছেড়েছে

গত ৫ দিনে ১৩ হাজার মানুষ মসুল ছেড়েছে

শেয়ার করুন

964087d4bc664207baba45928e2f0e5f_18বিশ্বসংবাদ ডেস্ক :

গত ৫ দিনে ইরাকের মসুল শহর থেকে ঘরবাড়ি ছেড়েছে প্রায় ১৩ হাজার মানুষ বলে জানিয়েছে জাতিংসঘ।

ইরাকি সেনাবাহিনী আইএস জঙ্গিদের কাছ থেকে মসুল শহরটি পুনরায় দখলের পর এই মানুষগুলো বাস্তুচ্যুত হলেন। এর আগে মসুল শহরে আইএস জঙ্গিদের সঙ্গে ইরাকি সেনাবাহিনীর লড়াইয়ের সময় সবকিছু মিলিয়ে প্রায় ১ লাখ ৩০ হাজার বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হন।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান : ইরাকি সেনাবাহিনীর অভিযানের বৃদ্ধির পর থেকিই শহরটি থেকে প্রতিদিনই গড়ে বাস্তুচ্যুত হওয়ার পরিমাণ ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই প্রায় ১৬শ থেকে ২ হাজার ৩শ মানুষ শহরটি ছেড়ে চলে যাচ্ছেন। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া লড়াইয়ে অন্তত ৫০ হাজার ইরাকি শিশুও আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।